বুধবার- ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ২২টি গরু, ৩টি ট্রাক ও নগদ এক লাখ টাকা সহ আন্তঃজেলা ৬ ডাকাত গ্রেফতার

নাটোরে ২২টি গরু, ৩টি ট্রাক ও নগদ এক লাখ টাকা সহ আন্তঃজেলা ৬ ডাকাত গ্রেফতার

ইসাহাক আলী, নাটোর, ১৬ সেপ্টেম্বর- নাটোরের বড়াইগ্রামে ২২টি গরু, ৩টি ট্রাক ও নগদ এক লাখ টাকা সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান। এর আগে গতরাতে ও বিকালে বড়াইগ্রাম এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, গত ৩০ আগস্ট ও ৬ সেপ্টেম্বর বড়াইগ্রামের পাবনা-বনপাড়া সড়কের শিবপুর এবং কয়েন বাজারের ময়মনসিংহপাড়া এলাকায় ২৩টি গরুসহ দুটি ডাকাতির ঘটনা ঘটে। এ সব ঘটনায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। গতকাল বিকালে লালপুরের চানপুর থেকে ডাকাত সেকেন্দার আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে গত রাতভর অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে অন্যদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার গাবতলী থানার চকডমর গ্রামে মৃত আফসার আলীর ছেলে সেকেন্দার আলী(৪০), সিরাজগঞ্জের তাড়াশ থানার নওখাদা গ্রামের মৃত সাইফুল ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩০), মাদারীপুর সদর থানার চরগোপবিন্দপুরের মৃত সুলতান আহম্মেদের ছেলে ফারুক গোসেন (৪০), কুষ্টিয়ার ভেড়ামারা থানার বাগগাড়ীপাড়ার মৃত আসকার ব্যাপারীর ছেলে মিন্টু ব্যাপারী (৪০) ও মির্জাপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে শিশির মন্ডল(৩২)।

এর আগে এই ঘটনায় গত ১ সেপ্টেম্বর বনপাড়া বাইপাস থেকে ডাকাত সর্দার নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের জামাল মন্ডলের ছেলে ফজলে রাব্বি (২৬) গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

প্রেসব্রিফিংকালে পুলিশ সুপার আরো জানান, নাটোরকে ডাকাত মুক্ত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের অপরাধী পুলিশের কাছ থেকে ছাড় পাবে না বলে হুশিয়ারী করেন তিনি।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS