শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কৃষক লীগের মাধ্যমে ধান কাটা থেকে শুরু করে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে : আমির হোসেন আমু

কৃষক লীগের মাধ্যমে ধান কাটা থেকে শুরু করে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে : আমির হোসেন আমু

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কৃষক লীগের মাধ্যমে ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন সময় কৃষকদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষক লীগের কারণে কৃষকরা দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে। সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা করে আসছে বলেও জানান তিনি। আজ রবিবার সকালে ঝালকাঠিতে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু কৃষক লীগ সংগঠন তৈরি করে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষক লীগ আজ সুসংগঠিত হয়েছে। কৃষক লীগ সব সময় সর্বকাজে প্রস্তুত এটা করোনাকালীন সময় প্রমাণ করেছে। আজকে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন এ সম্মেলনে সংগঠন সুসংগঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচার কাজে বিস্তার লাভ করবে।

জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শওকত হোসেন সানু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খান সুরুজ। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares