মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে মতবিনিময় সভা

নওগাঁয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদরে ড্যাফেডিলস জুনিয়র হাইস্কুল মিলনায়তনে, ভীমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রেজাউল হকের উদ্যোগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১১ সেপ্টেম্বর) উক্ত মিলনায়তনে মো.আব্দুস ছালামের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজী মকলেছুর রহমান। সেখানে আরো উপস্থিত ছিলেন,চেয়ারম্যান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট, মো.তাজুল ইসলাম ফরাজী,সদস্য সচিবএস এম জয়নুল আবেদীন জিহাদী, মুখপাত্র আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমান, সমন্বয়ক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালে ৯ অডিন্যান্স ২এর ধারা মতাবেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমুহকে ১৯৮৪ সালে,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশও বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাল মিলাতে এনসিটিবি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিতসহ কোরআন,হাদিস এবং আরবী ভাষা প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যদান করে আসছে। প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাইমারীর ন্যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহন ও বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন ও উর্ত্তীন হওয়ার পর ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়। বক্তারা আরও  বলেন, ডাটাবেজকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষা মন্ত্রীসহ উপশিক্ষা মন্ত্রীর কাছে দাবী জানান বক্তারা।

৮৩ বার ভিউ হয়েছে
0Shares