বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় জেলা রিপোর্টার্স ইউনিটি’র মহান বিজয় দিবস পালিত

নওগাঁয় জেলা রিপোর্টার্স ইউনিটি’র মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় জেলা রিপোর্টার্স ইউনিটি (এনডিআরইউ) এর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর ২৩) ভোর সাড়ে ৫ টায় নওগাঁ শহরের কেন্দ্রীয় স্মৃতি শৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক, সহ সভাপতি আকরাম হোসেন,  সাইফুল আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সহ সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম, সাংগঠনিক সম্পাদক নাদিম আহম্মেদ অনিক,  দপ্তর সম্পাদক আবুজার গাফফারী, সদস্য আসাদুজ্জামান খান চৌধুরী আপেল সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল জানান, নাম না জানা অশংখ্য শহিদের আত্মত্যাগে অর্জিত আমাদের সোনার বাংলাদেশ।

আজকের এ দিন আমাদের বিশেষ একটি দিন, এ দিনটি উদযাপনে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি শহিদের স্মৃতির চরণে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা সহ দিনব্যাপী নানান পদক্ষেপ হাতে নিয়েছে। আমরা হৃদয় গভির থেকে স্মরণ করতে চাই সকল বীর শহিদদের।

২৩ বার ভিউ হয়েছে
0Shares