বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে শারীরিক প্রতিবন্ধী বালককে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ইউএনও

সাপাহারে শারীরিক প্রতিবন্ধী বালককে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ইউএনও

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে শারীরিক প্রতিবন্ধী বালককে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল্যাহ আল মামুন।
মঙ্গলবার দুপুরে বহু গুনে গুণান্বিত সাপাহার উপজেলা নির্বাহী অফিসার এবার বিন্নাকুড়ি আদিবাসী গ্রামের নগেনের পুত্র শারীরিক প্রতিবন্ধী বিমল কে কর্মসংস্থান এর লক্ষে পাকা রাস্তা সংলগ্ন বিন্নাকুড়ি মোড়ে ঘুমটি দোকান ঘরে  নিজস্ব অর্থায়নে মুদিখানার যাবতীয় মালামাল ক্রয় করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেন।
উল্লেখ্য ঘুমটি ঘর  তৈরি উপলক্ষে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষ হতে এ সময় ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
কর্মসংস্থানের এ ধরনের সুযোগ পেয়ে আনন্দের চেহারায় বিকশিত হয়ে বিমল সংশ্লিষ্ট  সকলকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন একটি শারীরিক প্রতিবন্ধী পরিবারের কর্মসংস্থানের ফলে একটি পরিবার সুখের সংন্ধান পেতে পারে এ ধরনের মানবতার কাজ অব্যাহত রাখতে চেষ্টা করবো।
৭৬ বার ভিউ হয়েছে
0Shares