শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের আব্দুলপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুনে ইজ্ঞিন বিকল- ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরের আব্দুলপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুনে ইজ্ঞিন বিকল- ট্রেন চলাচল স্বাভাবিক

ইসাহাক আলী, নাটোর, ১১ সেপ্টেম্বর- নাটোরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইজ্ঞিনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিন বিকল হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রবিবার বেলা পৌনে ১১ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত ইঞ্জিন লাগিয়েছে ট্রেনটি চালু করা হয়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। পরে পৌনে ১১ টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। কিছুক্ষনের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। এই ঘটনার পর ট্রেনের যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে অতিরিক্ত ইঞ্জন লাগিয়ে যাত্রীদের নিয় রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
৯৬ বার ভিউ হয়েছে
0Shares