শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ছাত্রলীগ নেতা জীবন হত্যা  খুনীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

নাটোরে ছাত্রলীগ নেতা জীবন হত্যা  খুনীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ইসাহাক আলী, নাটোর, ০১ অক্টোবর- নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় বৃহত্তর কর্মসূচী দিয়ে নাটোরকে অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মিরারা।

শনিবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর ও নলডাঙ্গাবাসীর আয়োজনে মাবনবন্ধনে এই আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জামিউল আলীম জীবনের চাচা নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, ছোট চাচা সাবেক সহসভাপতি এস এম ফখরুদ্দিন ফুটু মাস্টার, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ দাস, সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া, জীবনের স্ত্রী শাহনাজ পারভীন রুপা, মা জাহানারা বেগম, বাবা ফলহাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটনসহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমার জীবনকে হত্যাকারীর ফাঁসি চাই। জীবনকে পিটিয়ে হত্যার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও এখনও অভিযুক্ত আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করা হয়নি। উপজেলা চেয়ারম্যানের সকল কুকর্ম জেনে ফেলায় জীবনকে হত্যা করা হয়েছে। খুনীদের দ্রæত গ্রেফতার করে দ্রæত বিচার আইনে বিচার করা হবে কেন্দ্রীয় নেতাদের এমন আশ্বাসের পরও খুনী আসাদকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এসময় ২৪ ঘন্টার মধ্যেই খুনীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর আমতলী এলাকায় ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে মারা যাওয়ার দাবি করা হলেও ২৩ সেপ্টেম্বর জীবনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares