শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে অবৈধ দাদন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পার্বতীপুরে অবৈধ দাদন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

২৯ Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ পার্বতীপুরে অবৈধ দাদন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। গত মঙ্গলবার ১৭সেপ্টেম্বার সকাল ১০টায় শহরের ঢাকা মোড়ে স্থানীয় জ্ঞানাঙ্কুর হাই স্কুল রোডে উপজেলার রামপুর ইউনিয়নের ফকির বাজার সংলগ্ন বিভিন্ন গ্রামের শতাধিক লোকজন এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বক্তব্য রাখেন, কিবরিয়া, মাহাবুব সহ ভূক্তভোগীরা। বক্তারা বলেন, শিমলিয়াপাড়া গ্রামের অবৈধ দাদন ব্যবসায়ী কামরুজ্জামান কামু ও তার পিতা তৈয়বার রহমান দীর্ঘদিন যাবত এলাকার অসচ্ছল লোকদের ঋনের ফাঁদে ফেলে নিস্পেষন করছে। উচ্চ হারে সুদ আদায় করছে। এছাড়াও চক্র বৃদ্ধিতে সুদ ৫০ থেকে ১০০ গুন হলে সুদ ও মূলধন আদায়ে এই দুই পিতা পুত্র ঋন গ্রহিতাদের ধরে এনে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ব্যাংক চেক ও ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়।

তাদের সুদের যাতাকলে নিষ্পেষিত হয়ে অনেকেই গ্রাম ছেড়েছে। এক যুবকের স্ত্রী নিজ স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে গেছে বলেও বক্তারা অভিযোগ করেন। এ মানববন্ধন শেষে বিক্ষুব্ধ লোকজন মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফাতেমা খাতুনের নিকট একটি গণ স্বাক্ষরে একটি অভিযোগ করেন। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে প্রমানিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share This

COMMENTS