মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী পালিত

নাটোরে জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান এর জন্মের মাধ্যমে বাঙালী এক জাতির সূর্য সন্তান পায়। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দেন। জিয়াউর রহমান বাঙালির মুক্তির জন্য ১৯ দফা দাবী ঘোষনা করেন। তিনি প্রথম বাংলাদেশে বহুদলীয় শাসনের প্রবক্তা। তার শাসন আমলে দেশে গণতন্ত্র রক্ষা পেয়েছিল।
বক্তারা আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের মতো একজন নেতার বড় প্রয়োজন ছিল। দেশে জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর শপথ নিতে হবে।এ সময় উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।
৩৪ বার ভিউ হয়েছে
0Shares