শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রসিক কাউন্সিলর জামাল উদ্দিনের আর নেই

রসিক কাউন্সিলর জামাল উদ্দিনের আর নেই

স্টাফ রিপোর্টার ॥  রংপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোঃ জামাল উদ্দিন শুক্রবার দিবাগত রাত ২টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… ……রাজেউন)। মরহুমের প্রথম নামাজে জানাযা দুপুর ১২টায় রংপুর সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হয়। প্রথম নামাজে জানাযায় রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুন্নুন, প্যানেল মেয়র-১ সামসুল হক, প্যানেল মেয়র-২ আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, সচিব উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃর্ধা, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক, কাউন্সিলর মোঃ মাহাবুবর রহমান মঞ্জু, সেকেন্দার আলী, সাইফুল ইসলাম ফুলু, মুনতাসীর শামিম লাইকো, মিজানুর রহমান মিজু, শফিকুল ইসলাম মিঠু, নুরুন্নবী ফুলুসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ বৈরাগীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মরহুম জামাল উদ্দিন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি এক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে কাউন্সিলর জামাল উদ্দিনের মৃত্যু শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সদস্য ও মহানগর জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলামসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তা নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS