শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উপজেলা অফিস সদর উপজেলার মাটিতে স্থাপনের দাবিতে রংপুর সদর উপজেলা নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা অফিস সদর উপজেলার মাটিতে স্থাপনের দাবিতে রংপুর সদর উপজেলা নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥  উপজেলা অফিস সদর উপজেলার মাটিতে স্থাপনের দাবিতে রংপুর সদর উপজেলা নাগরিক কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার পান বাজাওে মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, মোঃ মামুনুর রশীদ, বিমল কুমার রায়, দেলোয়ার হোসেন দুলাল, একরামুল হক, ডাঃ ব্রজ গোপাল বিশ্বাস, মোন্নাফ আলী  লিটু, কৌশিক আহমেদ চৌধুরী রিপন, মঞ্জুরুল ইসলাম লিটন, মিনতী মূখাজী, রনজিৎ কুমার চন্দ, উজ্জ্বল সরকার, আবু শামীম আহমেদ, সাইফুল ইসলাম মাস্টার, সাজেদুল ইসলাম, জরেজ মিয়া বাবু, মজনু চৌধুরী, আমিনুর ইসলাম, বকুল চৌধুরী, সিরাজুল ইসলামসহ অন্যান্য সুধীজন।
সভায় এ্যাড. গুঞ্জন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছেন, সেখানে নবগঠিত রংপুর সদর উপজেলা কমপ্লেক্স সদরের বাহিরে সিটি এলাকার ভিতরে অবস্থানের সিদ্ধান্ত মোটেই যুক্তি সম্মত নয়। তিনি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে রংপুর সদর উপজেলা কমপ্লেক্স সদর উপজেলার এলাকার বাহিরে স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করে সদর উপজেলার মধ্যবর্তী যেকোনো স্থানে নির্মানের দাবী জানান।
উল্লেখ্য, উপজেলা অফিস সদর উপজেলার মাটিতে স্থাপনের দাবিতে রংপুর সদর উপজেলা নাগরিক কমিটি অচিরেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
২১ বার ভিউ হয়েছে
0Shares