শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বগুড়ার গাবতলীতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।। গুরুতর আহত তিন জন।।

<span class="entry-title-primary">বগুড়ার গাবতলীতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।।</span> <span class="entry-subtitle">গুরুতর আহত তিন জন।। </span>
মোসাব্বর হাসান মুসা বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং আরো ৩জন গুরুত্বর আহত হয়েছে।
 ২৩এপ্রিল শুক্রবার বিকেলে গাবতলী
উপজেলাধীন চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,
গাবতলী থেকে ছেড়ে আসা সিএনজি বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে করে সাইফুল ইসলাম মতি (৬০) নামের ১ জন নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন, নিহত সাইফুল ইসলাম মতির স্ত্রী রুবিয়া ইসলাম বিউটি (৫৫), মোঃ টিপু সুলতান (৪৫),
পিতা  মৃ ত মজিবুর রহমান, সর্ব সাং বগুড়া শহরের ঠনঠনিয়া (হাড়িপাড়া), মোঃ আলমগীর হোসেন আলম (৪২), পিতা লেবু, গ্রাম অ জ্ঞাত,  থানা সোনাতলা।
আহতদেরকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম মতিকে মৃ ত ঘো ষণা করেন ও অপর আরো ২ জনের অবস্থা আ শ ঙ্কা জনক বলে জানিয়েছেন।
২৭ বার ভিউ হয়েছে
0Shares