বগুড়ার শেরপুরে ৭৫০ পিচ্ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

বগুড়ার শেরপুরে ৭৫০ পিচ্ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

বগুড়া জেলা প্রতিনিধি।।

বগুড়া জেলার শেরপুর থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৮/০৪/২০২৫ তারিখ ভোর ০৬.০০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা(৪৫), পিতার নাম: মৃত আকবর আলী, মাতার নাম: মোছাঃ মালেকা বেগম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- সালফা (পূর্বপাড়া) , উপজেলা/থানা- শেরপুর, জেলা -বগুড়াকে শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত খন্দকারটোলা সাকিনস্থ ধুনট মোড় সংলগ্ন পশ্চিম পার্শ্বে আল-আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হইতে অবৈধ মাদকদ্রব ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৭৫ (পঁচাত্তর) গ্রামসহ আটক করিয়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ১৮/০৪/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares