শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বাগমারায় ধর্ষণচেষ্টার সময় চাচাতো ভাইয়ের পুরুষাঙ্গ কর্তন

বাগমারায় ধর্ষণচেষ্টার সময় চাচাতো ভাইয়ের পুরুষাঙ্গ কর্তন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ধর্ষণ থেকে বাঁচতে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ ধারাল অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর মণ্ডলপাড়া গ্রামেতে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে জাহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।আহত জাহিদুল ইসলাম উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি বিবাহিত, এক সন্তানের জনক। কৃষি কাজের পাশাপাশি তিনি পান বরজের কাজ করেন। তবে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতালে জাহিদুল ইসলামকে, অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এলাকাবাসি জানায়, রাত সাড়ে ৯টার দিকে জাহিদুল ইসলাম স্বামী পরিত্যাক্তা চাচাতো বোনের বাড়িতে যান। ওই নারী এসময় বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন। নারীকে একাকী পেয়ে জাহিদুল ইসলাম ধর্ষণের চেষ্টা করেন। এসময় নারীর সঙ্গে খরের ঘড়ে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নারী ধারাল অস্ত্র দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে কেটে যায়। এসময় জাহিদুলের চিৎকারে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এলাকার লোকজন ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে। স্থানীয় লোকজনেরা জানান, ওই নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বাবার বাড়িতে থাকতেন। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি শুনেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

২২ বার ভিউ হয়েছে
0Shares