শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বগুড়ার কাহালুতে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী হেলাল পুলিশের হাতে গ্রেফতার ।।

বগুড়ার কাহালুতে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী হেলাল পুলিশের হাতে গ্রেফতার ।।

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দেওগ্রাম বাজার এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী রেজ্জাকুল ইসলাম হেলাল (৪৮) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত রেজ্জাকুল ইসলাম হেলাল কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম পূর্বপাড়া গ্রামের গোলাম আকবর প্রামানিকের পুত্র।
থানা পুলিশ জানান, ২০২৪ সালে দায়েরকৃত মামলায় বগুড়া যুগ্ম জজ (অর্থ ঋণ ) আদালত-৩ এর বিজ্ঞ বিচারক আসামী রেজ্জাকুল ইসলাম হেলালকে ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ ও ৯ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিলেন।

৫৬ বার ভিউ হয়েছে
0Shares