বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা – নাটোরে প্রতিমন্ত্রী পলক

৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা – নাটোরে প্রতিমন্ত্রী পলক

 ইসাহাক আলী, নাটোর, ২১ আগস্ট-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। একাত্তরের পরাজিত শক্তিরাই ঐসময়ের হত্যাকান্ডের সাথে জড়িত। ৭১ এর পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে উন্নয়ন, অগ্রযাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হত্যা করতে চেয়েছিল। বিএনপি-জামায়াত জোট ঠিক একই ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল। সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ দলের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছিলেন ৪০০ জন নেতা-কর্মী। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। একটি স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম ও উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আবারও দেশী-বিদেশী সেই অপশক্তি মাথাচারা দিয়ে উঠেছে। তারা দেশ বিরোধী চক্রান্ত ও নানা অপপ্রচার করছে।

নাটোরের সিংড়ায় ২১ আগষ্ট বোমা হামলার প্রতিবাদ সমাবেশের বক্তৃতায় পলক এসব কথা বলেন।

রোববার বিকেলে সিংড়া বাসস্ট্যান্ডে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সাবেক মন্ত্রী আহাদ আলী সরকার সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জন্নাতুল ফেরদৌস,সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলুসহ অন্যরা বক্তব্য রাখেন।

৬৬ বার ভিউ হয়েছে
0Shares