শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে আগ্নে অস্ত্রসহ গ্রেপ্তার-১

নাটোরে আগ্নে অস্ত্রসহ গ্রেপ্তার-১

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

নাটোরে অস্ত্র সহ সিজান (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে নাটোর সদর উপজেলার তকিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি শুটারগান, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সিজান রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডি দক্ষিণপাড়া এলাকার মানিকের ছেলে।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তকিয়া বাজারে হামজা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায় রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের এক দল সদস্য। ওই সময় সিজানের দেহ তল্লাশি করে সমুদয় অস্ত্র ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে অস্ত্রগুলি জব্দ সহ সিজানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, থানায় আসামি হস্তান্তর করে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares