বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে আবারও দুর্ধর্ষ ডাতাতি

ঘোড়াঘাটে আবারও দুর্ধর্ষ ডাতাতি

৮১ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। উপজলার রাণীগঞ্জ বাজার কলাবাড়ী ব্রাক ব্যাংকের সলগ্ন রাস্তায় দফায় দফায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় ৫ জন আহত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাত ৪ টা পর্যন্ত তান্ডব চলে। ভুক্তভোগীদের দাবি টাকা-পয়সা নগত অর্থ সহ মোটরসাইকেল ও মালামালসহ ডাকাত দল লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাতাতদের হামলায় আহতরা হলেন উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামের দুদু মিস্ত্রির ছেলে মাহমুদুল ইসলাম (৩৫), উপজেলার একই ইউনিয়নের কুয়াতপুর/বিহারিপাড়ার আজেশ্বর মিয়ার ছেলে সুমন (৩০),ও রিমন (২২), অজ্ঞাতনামা আরও ২ জন আহত হয়েছে। আহতদের মাধ্যে মাহামুদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাহামুদুল ইসলাম বলেন, ডাকাত দলের সদস্যরা ছিলো ৮-১০ জন, কালো পোষাক পরিহত ধারালো অস্ত্র ছিলো। ডাকাত দলেরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথড়ি মারপিট করে। এতে মাহামুদুলসহ আরও ৪ জন আহত হয় ।

Share This