বাঘায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত
২৩ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক অনুষ্ঠিতব্য অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে শুমারি/জরিপ কাজে নিয়োজিত-সুপারভাইজার ও গননাকারি/তথ্য সংগ্রহকারিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার (৫ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান কার্যালয় অর্থনৈতিক শুমারি’র প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। এতে ৪৭ জন অর্থনৈতিক শুমারি গননাকারি, ১জন আইটি সুপারভাইজার,৬জন বাঘা পৌরসভার সুপারভাইজার,২জন গড়গড়ি ইউনিয়নের সুপারভাইজার,বাজুবাঘা ইউনিয়নের ১জন সুপাভাইজার অংশগ্রহন করেন। জোনাল অফিসার কনক আলী ও আইটি সুপারভাইজার আরিফুল ইসলাম তাদের প্রশিক্ষন দেন। উপজেলা পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল জানান,৫ডিসেম্বর হতে ৮ডিসেম্বর পর্যন্ত-৪দিন প্রশিক্ষন দেওয়া হবে।
এর আগে, গত ২১নভেম্বর অনুষ্ঠিতব্য অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, গত ২১নভেম্বর অনুষ্ঠিতব্য অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।