বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ধারাল অস্ত্রে আঘাতে হোটেল শ্রমিক নিহত

গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ধারাল অস্ত্রে আঘাতে হোটেল শ্রমিক নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ধারাল অস্ত্রে আঘাতে লুৎফর রহমান (৩০) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ শহরের ঝিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত লুৎফর রহমান উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র। সে শহরের বিভিন্ন হোটেল শ্রমিকের কাজ করত।

পুলিশ ও স্থানীয়রা জানান সকালে শহরের ঝিলপাড়া এলাকায় অজ্ঞাতনামা কিছু দুবৃর্ত্ত লুৎফর কে ধারাল দ্বারা আঘাত করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন গুরুত্বর জখম অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বগুড়া শজিমেক হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা তাকে ধারাল অস্ত্রের আঘাত করেছে তা অনুসন্ধান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তার সাথে একটি মোবাইল নিয়ে কপিতয় যুবকের দন্দ¦ ছিল। সব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। মামলা দায়েরের পক্রিয়া অব্যহত রয়েছে।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS