বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা ও গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৗশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি উপদেষ্টা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুল লতিফ প্রধান আব্দুল লতিফ প্রধান।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, থানার অফিসার ইজার উদ্দীন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ট্রাফিক ইনস্পেক্টর আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, গোবিন্দগঞ্জ চেয়ারম্যান সমিতির সভাপতি ও কামদিয় ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, সাধারণ সাম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির আহমেদ সহ অন্যরা। সভায় উপজেলার গ্রামীণ সড়ক রক্ষায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের বাইরে ১০ চাকার ভারী যানবাহ ড্রামট্রাক চলাচল না করার পূর্বের সিদ্ধান্ত বলবৎ রাখা হয়। এ ছাড়াও ফেসবুকে মানহানিকর ও যাচাই বাছাই ছাড়া মনগড়া কোন পোষ্ট না দেয়ার সিদ্ধান্ত এবং ঈদে আইন শৃঙ্খলা রক্ষায় অনেক গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহণ হয় ।

২৬ বার ভিউ হয়েছে
0Shares