বোদায় পতিতাবৃত্তির অভিযোগে আটক পাঁচ


বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পতিতাবৃত্তির অভিযোগে ৫জনকে আটক করেছে বোদা থানা পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া থেকে স্থানীয় মানুষ আটকের পর বোদা থানায় খবর দিলে পুলিশের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের মৃত ভাদশ^র রায় এর পুত্র দুলাল রায়, তার স্ত্রী বাসন্তী রানী, ২ পুত্র ভাগ্য রায় ও সাগর রায় এবং খদ্দের চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ইব্রাহিম ইসলামের পুত্র রাজিব ইসলাম হৃদয়। এসময় পতিতাবৃত্তিতে সম্পৃক্ত কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এজাহার সূত্রে জানা যায়, ধৃত দুলাল রায় এর বসতবাড়ীতে দীর্ঘদিন থেকে পতিতাবৃত্তির কাজ চলে আসার অভিযোগ স্থানীয় মানুষ গতকাল হাতেনাতে ধরে ফেলে। স্থানীয় মানুষ পুলিশে খবর দিলে বোদা থানার পিএসআই বিধান চন্দ্র রায়, ইমরান আলী, মিনারুল ইসলাম, নারী কন্সটেবল রিতা পারভীন সহ পুলিশের একটি দল উপস্থিত হয়ে আলামত জব্দ সহ তাদের আটক করে।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, স্থানীয় মানুষ তাদের আটক করে বোদা থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। পরে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।