![বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন রংপুর অঞ্চলের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন রংপুর অঞ্চলের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত](https://spnewsbd.com/wp-content/uploads/2025/02/M.jpg)
বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন রংপুর অঞ্চলের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
![](https://spnewsbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
২১ Views
স্টাফ রিপোটার : বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন, রংপুর অঞ্চলের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত (০৮) ফেব্রুয়ারী শনিবার দুপুরে বিএডিসি রংপুর অঞ্চলস্থ উপপরিচালক (বীজ বিপণন) কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত মাসিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন, রংপুর অঞ্চলের সভাপতি সৈয়দ মো: ইয়াসির।
এসময় মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন, রংপুর অঞ্চলের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএডিসি রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ মাসুদ সুলতান, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন, রংপুর অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তাজমিনুর রহমান, যূগ্ম সম্পাদক রুহুল আমিন লিটন, আওলাদ হোসেন রিটু, সাংগঠনিক সম্পাদক মো: লোকমান হোসেন, অর্থ সম্পাদক মোকতাদের হোসেন লিটনসহ রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার প্রতিনিধিবৃন্দ।
সভায় সংগঠনকে গতিশীল করণ, বরাদ্দের সার সঠিক বন্টণ, ভাল মানের বীজ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।