সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :  তেঁতুলিয়া ৪নং শালবাহানে তৃনমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকশই উন্নয়নের লক্ষে তেঁতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
রোববার (২৯ মে) ৪নং শালবাহানে   ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলের উপস্থিতিতে বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। চলতি বছরের এ ইউনিয়নের ১ কোটি ৮৩ লাখ ৪ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। পরবর্তী বছরের বাজেট ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। বাজেটে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য ও পয়:নিষ্কাশনসহ কৃষি খাতকে গুরুত্ব দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুসহ বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ। এসময় অত্র ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ইউপি সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS