শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আটোয়ারীতে কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আটোয়ারীতে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ জুন) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
এছাড়াও দিনব্যাপী ওই কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন ও বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ৫টি গ্রæপে বিভক্ত হয়ে ৫০জন অংশ গ্রহণকারী মাননীয় প্রধানমন্ত্রী’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গ্রæপ ভিত্তিক আলোচনা ও সুপারিশ রাখেন।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares