সারিয়াকান্দিতে বেতন ভাতা ছাড়াই অবসরে টেকনিশিয়ান আমজাদ আলী
সামিউল ইসলাম সনি,
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ কোনও বেতন ভাতা ছাড়াই চাকুরী থেকে অবসর নিলেন বগুড়া সারিয়াকান্দি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এ আই টেকনিশিয়ান আমজাদ আলী। বাংলাদেশ প্রাণিসম্পদ ও এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে তাকে অবসরজনিত এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওছার হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তমাল মাহমুদ, আতাউজ জামান, বগুড়া জেলা এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, এ আই টেকনিশিয়ান শাহাদত হোসেন, জাহাঙ্গীর আলম, সবুজ মিয়া, আতোয়ার আলী প্রমুখ।
আমজাদ আলী বলেন, বিভিন্ন এনজিওর চাকুরি শেষে সরকারি বেতনের আশায় গত ১১ বছর আগে এ পদে চাকুরিতে এসেছিলাম। আজও সরকারি বেতন পেলাম না। অসুস্থ শরীর নিয়ে বার্ধক্যজনিত কারণে আজ বেতন ছাড়াই অবসর নিলাম।