সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে মুজিববর্ষের উপহার পাওয়ার অপেক্ষায় আছে ২০৬ পরিবার

মোরেলগঞ্জে মুজিববর্ষের উপহার পাওয়ার অপেক্ষায় আছে ২০৬ পরিবার

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমী ও গৃহহীনদের জন্য প্রধান মন্ত্রীর উপহার ২০৬ পরিবারকে ঘর ও জমির দলিল হস্থান্তর বিষয়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মোরেলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা প্রশসান কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার, মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন সহকারি কমিশনার ভূমী মোঃ আলী হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম ও ফাহিমা খানম প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকোন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ভূমীহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায়) শুভ উদ্ভোধন উপলক্ষে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও জমির দলিল হস্থন্তর করা হবে।
এরই ধারাবাহিকতায় আশ্রয়ন প্রকল্পের আওতাধীন মোরেলগঞ্জ উপজেলার উপজেলায় ২০৬টি পরিবারের মাঝেও ঘর ও জমি হস্থান্তর করা হবে।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS