যশোরের পল্লীতে বিএনপি নেতার উপর বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক


ইয়ানূর রহমান : যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মমিন ভূঁইয়াকে লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ১৩ এপ্রিল রোববার রাত ১১ টায় রোহিতা বাজার পাশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মমিন ভূঁইয়া মনিরামপুরের রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার রাত ১০ টার দিকে ভান্ডারী মোড়স্থ (ভাই ভাই স’মিল) নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্য তিনি রওনা হলে এ ঘটনা
ঘটে। রোহিতা বাজার পার হওয়ার পরপরই ৭-৮ জন দুর্বৃত্ব তাকে লক্ষ্য করে দু’টি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমা
বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে একটি বিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে মমিন ভূঁইয়া বলেন, আমি দোকান থেকে ফেরার সময় হঠাৎ ৭/৮ জন আমার পথ গলে দাঁড়ায়। আমাকে উদ্দেশ্য করে দু’টি হাত বোমা নিক্ষেপ করে । সেটা দেখে আমি মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালায়। একটি বোমা আমার মোটরসাইকেল বিস্ফোরিত হয় । আমি মাটিতে পড়ে গেলে আমাকে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে। আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্বরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের মধ্য থেকে তিনজনকে শনাক্ত করতে পেরেছি । মুখ বাধা থাকার কারণে অন্যদের চিনতে পারিনি।
খেঁদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ
করা হবে।#