শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শার্শায় গৃহ ও আশ্রয়হীন ০৬টি পরিবার পেলেন ঘরের চাবি

শার্শায় গৃহ ও আশ্রয়হীন ০৬টি পরিবার পেলেন ঘরের চাবি

শার্শা(যশোর) সংবাদদাতাঃ বাংলাদেশের মানুষকে নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন কী ভাবে এদেশের মানুষকে ভালো রাখা যায়। আজ তারই কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তাবয়ন করে যাচ্ছেন। কেউ যাতে গৃহহীন না থাকে এবং কেউ যাতে না খেয়ে থাকে সবাই যাতে সমান অধিকার নিয়ে বেঁচে থাকে সে লক্ষেই বঙ্গবন্ধু কন্যা দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আজ মঙ্গলবাল সকাল ১১টায় ভার্চুয়াল মিটিং এ যুক্ত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহহীন পরিবারে মাঝে চাবি হস্তান্তরের ঘোষণা দেন। এ সময় শার্শায় ০৬জন ভূমীহীন ও গৃহহীন পরিবারকে ০২শতক জমিসহ গৃহের চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দীন। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার অঙ্গিকার, মুজিব শত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে বাহাদুরপুর ইউনিয়নের ০৫জন ও উলাশী বাজারে ০১জন ভূমীহিন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেছেন। শার্শা উপজেলায় গত ২০১৯-২০ অর্থ বছরে জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে প্রতিটি ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে ২৯টি পরিবার, ২০২০-২০২১ অর্থ বছরে দূর্যোগ সহনিয় প্রতিটি ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যায়ে ১২৫টি ভূমীহিন ও গৃহহীন প্রতিটি ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে ১২টি, ২০২১-২০২২ অর্থ বছরে আম্পানে ক্ষতিগ্রস্থদের জন্য প্রতিটি ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ৪৫টি পরিবার ভূমীহিন ও গৃহহীন একক ৩য় পর্যায়ে ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা ব্যায়ে ২৫টি পরিবার ভূমীহিন ও একক গৃহ নির্মাণ প্রতিটি ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে ০৬ টি, আশ্রয়ন-২ ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যায়ে ৩০টি বীর নিবাস, ১ম ধাপে প্রতিটি ১৪ লক্ষ ১০ হাজার ৩ শত ৮২ টাকা ব্যায়ে ১০টি এবং একই অর্থ বছরে বীর নিবাস, ২য় ধাপে ১৪ লক্ষ ১০ হাজার ৩৮২ টাকা ব্যায়ে ১০টি বীর নিবাস নির্মাণে প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যন্ত শার্শায় বিভিন্ন ধাপে ২৯৪টি গৃহহীন পরিবারকে গৃহের চাবি হস্তান্তর করেছে। প্রধান মন্ত্রী ভার্চুয়াল মিটিং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন. মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নারানচন্দ্র পাল, সহকারী কমিশনার ভূমী রাসনা শারমিন মিথি, ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ তোতা, মফিজুর রহমান, আসাদুজ্জামান মুকুল, শার্শা উপজেলার সকল দপ্তরের প্রধান গণ সহ আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

৯৮ বার ভিউ হয়েছে
0Shares