ত্যাগীদের কমিটিতে স্থান না দিলে আন্দোলনকে অপমান করা হবে -রুমানা মাহমুদ
সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, বিগত ১৬ বছরে যারা আন্দোলনে মাঠে থেকেছে, মামলা খেয়েছে, জেল-জুলুম খেটেছে, পঙ্গু হয়েছে এবং যাদের শরীরে এখনো বুলেট রয়েছে-এমন ত্যাগীদের কমিটিতে স্থান না দিলে আন্দোলনকে অপমান করা হবে। বেগম খালেদা ও তারেক রহমানকে অপমান করা হবে। শহীদ জিয়ার আদর্শের প্রতি বেইমানী করা হবে। শনিবার সন্ধ্যার আগে শহরের মালসাপাড়া স্কুল মাঠে পৌর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে হলে এখনি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। চায়ের দোকান ও রিক্সা স্ট্যান্ডসহ প্রত্যেক মানুষের কাছে যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানাতে হবে।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভুইয়ার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।