মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
রূপসায় জিটু‌পি পদ্ধতিতে ভাতা বিতরণ সংক্রান্ত সেমিনার অনু‌ষ্ঠিত

রূপসায় জিটু‌পি পদ্ধতিতে ভাতা বিতরণ সংক্রান্ত সেমিনার অনু‌ষ্ঠিত

রূপসা প্রতিনিধি : রূপসায় জিটু‌পি পদ্ধতিতে ভাতা বিতরণ সংক্রান্ত সেমিনার ১১ আগস্ট বেলা ১২টায় উপ‌জেলা অফিসার্স ক্লা‌বে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সে‌মিনা‌রের আয়োজন ক‌রে।

অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি ছি‌লেন খুলনা বিভাগীয় সমাজসেবা প‌রিচালক মোঃ আব্দুর রহমান (উপসচিব)। বি‌শেষ অতি‌থি ছি‌লেন জেলা সমাজ‌সেবা উপ-প‌রিচালক খান মোতাহার হো‌সেন ও রূপসা উপ‌জেলা চেয়ারম‌্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। সভাপতিত্ব ক‌রেন উপ‌জেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম।

উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা জে‌সিয়া জামা‌নের সঞ্চালনায় বক্তৃতা ক‌রেন, উপ‌জেলা ভাইস‌ চেয়ারম‌্যান আব্দুল্লাহ যোবা‌য়ের, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ফারহানা আফ‌রোজ মনা, আইচগাতী ইউপি চেয়ারম‌্যান অধ‌্যাপক আশরাফুজ্জামান বাবুল, টিএস‌বি ইউপি চেয়ারম‌্যান মোঃ জাহাঙ্গীর শেখ, ঘাট‌ভোগ ইউপি চেয়ারম‌্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফ হো‌সেন, ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াস‌মিন, রূপসা প্রেসক্লা‌বের সভাপ‌তি এস, এম মাহবুবুর রহমান, উ‌পজেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি সৈয়দ মো‌র্শেদ আলম বাবু ও প্রেসক্লাব রূপসার সভাপ‌তি রাজু আহ‌মেদ খান শ‌হিদ। এছাড়া উপ‌জেলার ৫ ইউনিয়ন প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান ও ইউপি সদস‌্যবৃন্দ সে‌মিনা‌রে উপ‌স্থিত ছি‌লেন।

সে‌মিনা‌রে বলা হয়, ২০২১-২০২২ অর্থবছরে এ উপ‌জেলায় ভাতা ভোগীর সংখ্যা র‌য়ে‌ছে ১৫,৪৫৪ জন। এরম‌ধ্যে বয়স্ক ভাতা পা‌চ্ছেন ৮৪৬৮ জন, বিধবা ভাতা পা‌চ্ছেন ৪৫৬৫ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পা‌চ্ছেন ২২৮২ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পা‌চ্ছেন ৬০ জন, দলিত/হরিজন/বেদে স¤প্রদায়ের বয়স্ক ভাতা পা‌চ্ছেন ৪০ জন ও দলিত/হরিজন এর শিক্ষা ভাতা পা‌চ্ছেন ৩৯ জন।

এছাড়া নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা র‌য়ে‌ছে ৪৯‌টি ও নিবন্ধনপ্রাপ্ত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা র‌য়ে‌ছে ৬টি।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares