শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জকিগঞ্জ, কর্তৃক খামারিদের মাঝে উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ।

জকিগঞ্জ, কর্তৃক খামারিদের মাঝে উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ।

আজ ৪ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল,জকিগঞ্জ,সিলেটের দপ্তর প্রধান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ULO) ডা. রাজিব চক্রবর্তীর উদ্যোগে খামারিদের মাঝে প্রায় পাঁচ  হাজার কাটিং বিতরন করা হয়।এর মধ্যে জার্মান ঘাসের কাটিং ১০০০পিছ ও পাকচং ঘাসের কাটিং ছিল ৪০০০পিছ।
অত্র দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ ওয়াজেদ আলীর নেতৃত্বে কাটিং বিতরনে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ডেইরি এসোসিয়েশন এর সভাপতি শিহাব উদ্দিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আনছার উদ্দিন ,নীলু বিশ্বাস (ভিএফএ), ছিদ্দিকুর রহমান(সি ই এ),গোবিন্দ বিশ্বাস, প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ULO)ডা. রাজিব চক্রবর্তী বলেন—গবাদিপশু পালনে  লাভবান হতে হলে খামারিদের অবশ্যই উন্নত জাতের ঘাস চাষ করতে হবে। ঘাস গবাদিপশুর মাংস ও দুধ অধিক উৎপাদনে সহায়তা করে।দানাদার খাদ্যের তুলনায় দামেও সস্তা। গবাদিপশু কে নিয়মিত ঘাস খাওয়ালে রোগব্যাধি কম হয়।তাই ঘাস চাষ করে খামার করলে দ্রুত লাভবান হওয়া যায়।
৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS