বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দুলাল সরকার (সৈয়দপুর-নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হাসিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাসা শহরের গোলাহাট নতুন ক্যাম্প এলাকায়। তার বাবার নাম কাসিম। সে পেশায় একজন বাদাম বিক্রেতা বলে জানা যায়।

রোববার সকালে শহরের গোলাহাট বধ্যভূমির অদূরে রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে । এলাকাবাসীর সুত্রে জানা যায়, খুলনা-চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভূমির পাশে ক্রসিংয়ে পৌঁছালে এ সময় রেললাইন পাড়াপাড়ের সময় হাসিম নামের ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা ট্রেনে কাটা পড়ে মারা যায়। নিহত হাসিম মানসিকভাবে অসুস্থ তার একটি এক বছরের মেয়ে রয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, হাসিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১০৮ বার ভিউ হয়েছে
0Shares