বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীর পল্লীতে প্রতিপক্ষের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট আহত ১

ফুলবাড়ীর পল্লীতে প্রতিপক্ষের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট আহত ১

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আল্দাীপুর ইউপির বাসীদেবপুর নতুন পাড়া গ্রামে সাজেদুর রহমান সাদ্দাম এর নিকট সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সদস্য মোঃ মাহমুদুল হাসান (৫০) পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় আহত হন।

গত ০৩/০৩/২০২৩ ইং তারিখে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সদস্য মোঃ মাহমুদুল হাসান ফুলবাড়ী থানায় দায়ের কৃত অভিযোগে জানা যায় গত ২০০৯ সালে মোঃ মাহমুদুল হাসান জমি বিনিময়ে (এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা পান আলাদীপুর ইউপির বাসুদেবপুর নতুন পাড়া গ্রামের মোশারফ হোসেনের পুত্র @ বাবু এর পুত্র মোঃ সাজেদুর রহমান সাদ্দাম (২৭) এর কাছে টাকা চাইলে দিতে কালক্ষেপন করেন। এ নিয়ে একাধিক বার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সহ গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একাধিবার শালিস হয়।

তাকে জমির বিনিময়ে টাকা ফেরত দিবে। টাকা ফেরত না দিয়ে গত ০৩/০৩/২০২৩ ইং তারিখে রাত্রি সাড়ে ১১ টায় সাজেদুর রহমান সাদ্দাম (২৭), পিতাঃ মোশারফ হোসেন @ বাবু , মোঃ মোশারফ হোসেন @ বাবু (৫৫) , পিতাঃ আকতাবুজ্জামান, মোঃ খালেক (৩৫) , মোঃ আসাদুল ইসলাম(৩০), উভয়ের পিতাঃ নুরুজ্জামান সকলের বাড়ী বাসুদেবপুর নতুন পাড়া গ্রামে। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঠা নিয়ে মাহমুদুল হাসান ও তার বোন মোছাঃ লুতফা খাতুন (৩৫) কে বেধম মারপিট করে আহত করেন। তারা আহত অবস্থায় গত ০৩/০৩/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিৎকিসার জন্য ভর্তি হন। চিৎকিসা শেষে গত ০৩/০৩/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানায় (৪) জন কে আসামি করে অভিযোগ দায়ের করেন। সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সদস্য মোঃ মাহমুদুল হাসান প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করেন।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS