শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সহকারী জজ প্রিলি পরীক্ষার রেজাল্ট রাতেই

সহকারী জজ প্রিলি পরীক্ষার রেজাল্ট রাতেই

কাজী এনায়েত উল্লাহঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজদের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা কাজী ইনতেজা এমন তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে তিনি বলেন, এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলাম। সকাল ১১টায় শুরু হয়ে এটি শেষ করা হয়েছে দুপুর ১২টায়। আশা করছি- রাজধানী ঢাকার উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, (কাকরাইল) সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল রোববার (৩১ জুলাই) সকালেই প্রকাশ করা হবে।

ইতোপূর্বে এমনটি দেখেছি আমরা। ১ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্ণমান ১০০। ৫০ নম্বর পেলেই কৃতকার্য হবেন শিক্ষার্থী।

রাজধানী ঢাকার উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, (কাকরাইল) সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৫৯ বার ভিউ হয়েছে
0Shares