শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং 

জলঢাকায় গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি   :  নীলফামারী জলঢাকায় প্রধানমন্ত্রী কর্তৃক ভুমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও কার্যলয়ে এই প্রেস ব্রিফিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, অধ‍্যাক্ষ আবেদ আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় ইউএনও জানান, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে খুটামারা ইউনিয়নে ৫৯টি, কৈমারি ইউনিয়নে ৪০টি ও গোলনা ইউনিয়নে একটি ঘর বরাদ্দ দেওয়া হবে। বৃস্হপতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করবেন।
৯৭ বার ভিউ হয়েছে
0Shares