শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জলঢাকায় ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন ও সাদেকুল সিদ্দিক সাদেক প্রমূখ। সভায় ঈদের নামাজ সুষ্ঠুভাবে আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পৌরশহর পরিষ্কার পরিছন্নতাসহ ঈদগাহ ময়দানের আলোকসজ্জা নিশ্চিত করতে পৌর মেয়র কে অনুরোধ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
৪৬ বার ভিউ হয়েছে
0Shares