শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মাকেটিং বিভাগের প্রধান মহিউদ্দিন

জলঢাকা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মাকেটিং বিভাগের প্রধান মহিউদ্দিন

এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর দায়িত্বভার গ্রহণ করলেন, ওই বিদ্যালয়ের মাকেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও সর্ব জ্যেষ্ঠ শিক্ষক মহি উদ্দিন।৩০ জুন ২০২২ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর অবসরে গেলে তিনি ওই পদে স্থলাভিষিক্ত হন। মঙ্গলবার কলেজের অফিস কক্ষে দায়িত্বভার অর্পণ করেন বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক।এ সময় উপস্থিত ছিলেন, সরকারী কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, থানা অফিসার্স ইনচার্জ ফিরোজ কবির,উপজেলা মাধ্যমিক অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক,আশরাফ উদ্দিন,শিক্ষক আকবর আলী, মইনুল ইসলাম,সেলিমুর রহমান সেলিম,আব্দুল মজিদসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।এ সময় শিক্ষক- কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ জিকরুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে বিদায়ী জিকরুল হকের কর্মযজ্ঞ ও বিদ্যালয়ের স্মৃতি নিয়ে আলোকপাত করেন বিভিন্ন শিক্ষক-কর্মচারীরা।

অধ্যাপক মহিউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করায় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও ছাত্র লীগ সহ, ছাত্র সংগঠন ,সমুহ ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।

১৫ বার ভিউ হয়েছে
0Shares