শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে চোরাচালান মাদকদ্রব্য আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত।

ডোমারে চোরাচালান মাদকদ্রব্য আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত।

রবিউল  হক  রতন, ডোমার ( নীলফামারী )প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসনের আয়োজনে চোরাচালান মাদকদ্রব্য আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা কমিটির সভার আয়োজন করেন।
কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আ” লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সহকারী কমিশনার ভুমি জায়িদ ইমরুল মোজাক্কিন, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, চিলাহাটি কোম্পানি কমান্ডার ওয়ারেজ আলী, গোমনাতী কোম্পানি কমান্ডার আবুল কালাম, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারি কর্মকর্তারাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উপজেলায় বিভিন্ন এলাকায় চোরা চালান মাদকদ্রব্য আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতাসহ সকল বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম বলেন, আমরা ডোমার উপজেলার সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এই উপজেলাকে ভালো রাখতে হবে এজন্য সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীসমাজ, শিক্ষক শিক্ষিকাসহ তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
৮৩ বার ভিউ হয়েছে
0Shares