রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে মহানবী (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

ভারতে মহানবী (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

৩৯ Views

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম বিরোধী কটূক্তি এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মাতুল নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন। এসময় বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহবে বাজার জরিো পয়ন্টেে গিয়ে শেষ হয়। সাধারণ শিক্ষার্থী, রাজশাহী ও মুহাম্মদীয়া যুব সুন্নী, রাজশাহীর দুটি পৃথক ব্যানারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। এ সময় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ার করে দিয়ে মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গকারীদের ফাঁসি দাবির জানান। তা না হলে ভারতীয় সব পণ্য বয়কটের হুঁশিয়ার দেওয়া হয় সমাবেশ থেকে। এ সময় শিক্ষার্থীরা ভারত বয়কটসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পুরোহিত রামগিরি মহারাজ এবং নীতিশ রানার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে মুহাম্মদীয়া যুব সুন্নীর সভাপতি মো. নুরুজ্জামান, প্রেসিডিয়াম সদস্য আবদুস সোবহান, মাহমুদুর রহমানসহ বভিন্নি শক্ষিাপ্রতষ্ঠিানরে কয়কেশ শক্ষর্িাথী ও এলাকার মুসল্লরিা অংশ ননে।

Share This