বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উত্তম সেবা প্রদান ও সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ধন্যবাদ পত্র পেলেন এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিক 

উত্তম সেবা প্রদান ও সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ধন্যবাদ পত্র পেলেন এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিক 

লালপুর(নাটোর)প্রতিনিধি: হাজিদের উত্তম সেবা প্রদান ও সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ধন্যবাদ পত্র পেয়েছেন এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিক এএসএম মোকাররেবুর রহমান নাসিম।
গতকাল ২০ জুলাই সৌদি আরবের মক্কায় ১৪৪৩ হিজরীতে হাজিদের উত্তম সেবা প্রদান ও সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মক্কায় ৩৮ নং মকতবের মুয়াল্লিম ড. আতিফ হাসান হাফেজ এ ধন্যবাদ পত্র তুলে দেন তার হাতে।
এএসএম মোকাররেবুর রহমান নাসিম এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিকের পাশাপাশি মমিনপুর মাজার শরিফ মাদরাসার সুপারইনটেনডেন্ট, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং লালপুর শাখার স্বত্ত্বাধিকারী।
ধন্যবাদ পত্র প্রাপ্তি প্রসঙ্গে এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন, কর্মক্ষেত্রে সফলতার প্রাপ্তি প্রত্যেক মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। ইনশাআল্লাহ্ এ অর্জন আগামী দিনে হাজী সাহেবদের কল্যানে আরো ভালো কাজ করার সুযোগ দিবে।
১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS