মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে ইটভাটার পুকুরে ডূবে বাক-প্রতিবন্ধীর  মৃত্যু

লালপুরে ইটভাটার পুকুরে ডূবে বাক-প্রতিবন্ধীর  মৃত্যু

লালপুর(নাটোর)প্রতিনিধি:নাটোরের লালপুরে ইট ভাটার পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী ছাত্রীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ( নতুনপাড়া) গ্রামের বাকপ্রতিবন্ধী মৌসুমী খাতুন ( ১৬ ) রোববার (১৫ এপ্রিল) বিকেলে খেলতে গিয়ে বাড়ীতে ফিরে না আসলে খোঁজাখুঁজি করতে থাকে । সোমবার ( ১৬ এপ্রিল) বাড়ীর পাশের ইটভাটার পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা মৌসুমীর লাশ উদ্ধার করে ।বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মৌসুমী মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের বুদ্ধিপ্রতিবন্ধী  শাখার ১ম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS