শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার আটপাড়ায় লরি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত-২

নেত্রকোনার আটপাড়ায় লরি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত-২

এ কে এম আব্দুল্লাহ্,নেত্রকোনা: নেত্রকোনা মদন সড়কের আটপাড়ার মাটিকাটা নামক স্থানে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লরি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হক (২৫) নামক এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত মোজাম্মেল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের সুলতু মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মোজাম্মেল রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বাড়ী থেকে বের হয়ে তেলিগাতী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় অন্য আরেকটি মোটর সাইকেলকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক মোজাম্মেলসহ আরো দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রæত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত একজন আটপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে আটপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রহিম দ্রæত ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

১১১ বার ভিউ হয়েছে
0Shares