আটোয়ারীতে দ্বি-মাসিক সমন্বয় সভা


ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১৫ মে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। গ্রাম আদালতের উপজেলা সমন্বকারী মোছাঃ রাশেদা আক্তারের সঞ্চালনায় সমন্বয় সভার উদ্দেশ্য ও করণীয় সম্পর্কে আলোচনা করেন গ্রাম আদালতের পঞ্চগড় জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার।
উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমুহের শিক্ষনীয় দিক , গ্রাম আদালত সক্রিয়করণে ব্যবস্থাপনা এবং দায়িত্ব ও কর্তব্য, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়ন সমুহের বিদ্যমান চ্যালেঞ্জ, উপজেলা পর্যায়ে গৃহিত পদক্ষেপ এবং দিকনির্দেশনামূলক আলোচনা হয়।