নাটোরের বড়াইগ্রামৈ শিশু জুঁই হত্যার পুন: তদন্ত ও মুল অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দেশব্যাপী আলোচিত শিশু আকলিমা আক্তার জুঁই (৭) হত্যা মামলা পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বহস্পতিবার উপজেলার গাড়ফা গ্রামে নিহত জুঁইয়ের বাড়ির সামনে গাড়ফা-চাটমোহর সড়কের দুই পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুঁইয়ের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শৌকাহত স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনকালে জুঁইয়ের মা মোমেনা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার যুগ্ম আহ্বায়ক এস এম কিবরিয়া, বড়াইগ্রাম উপজেলা আহবায়ক মাহবুব সরদার, যুগ্ম আহবায়ক নুহু ইসলাম, ছাত্রশিবির নেতা মামুন আল হাসান, জামায়াত নেতা আতিকুল ইসলাম এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এ নির্মম হত্যাকান্ডের পর পুলিশ পঁাচজনকে গ্রেফতার করেছে। কিন্তু অজ্ঞাত কারণে এতে প্রকৃত আসামীদের আড়াল করা হয়েছে। আটককৃতদের মধ্যে সিয়াম মুল অভিযুক্ত, তার স্বাক্ষীও আছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই অন্যান্য আসামীদের সনাক্ত করা যাবে। কিন্তু পুলিশ তড়িঘড়ি করে মুল অভিযুক্তদের সনাক্ত না করে কয়েকজন নির্দোষ ব্যাক্তিকে গ্রেফতার করছে, অথচ ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তারা অবিলম্বে পিবিআই ও সিআইডির মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকত আসামীদৈর গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামীতে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্য্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় গাড়ফা প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুঁই। পরদিন বাড়ির অদুরে একটি ভুট্টা খেতে তার বিবস্ত্র ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসানো লাশ পাওয়া যায়। এ ঘটনার পর নিজ এলাকা ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুনীদের বিচারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
৩০ বার ভিউ হয়েছে