সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে শিক্ষক সমিতির কার্যালয় উদ্বোধন

নাচোলে শিক্ষক সমিতির কার্যালয় উদ্বোধন

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার; চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষ সমিতি(বাশিস)’র অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় নাচোল মধ্যবাজার বাংলাদেশ কৃষি ব্যাংকের নীচতলায় অস্থায় কার্যালয়টির শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমিনুল ইসলাম। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি তাজামুল হক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাইম মুন্নী। এসময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, সাবেক সভাপতি জহিরুদ্দীন ও সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।

৬১ বার ভিউ হয়েছে
0Shares