শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র, সচিব, উদ্যোক্তা ও গ্রামপুলিশদের অংশগ্রহণে একটি র‌্যালি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে মিলিত হয়। সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জটিলতা নিরশনের লক্ষে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক অপু ও নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএকে.জিলানী। আলোচনা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অধিকারী চেয়ারম্যান হিসেবে নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম, গ্রামপুলিশ পর্যায়ে ফতেপুর ইউনিয়নের গ্রামপুলিশ জয়দেব, অফিস সহায়ক পর্যায়ে নেজামপুর ইউপির রাশেল আহম্মেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

১২২ বার ভিউ হয়েছে
0Shares