শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

১৫ Views

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৩০) দূর্বৃত্তের হামলায় নিহত হয়েছে।
১৩ ফেব্ররুয়ারী বিকেল অনুমান ৪টার দিকে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে দূর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মান্না মন্ডলের দ্বিতীয় পুত্র । জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তার লাশ ধাপেরহাটে নিয়ে আসলে স্হানীয় উৎসুক জনতা, শুভাকাঙ্ক্ষী স্বজনরা তার লাশ নিয়ে জাতীয় মহাসড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে।
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিবার জানায়, সে গত কয়েক বছর থেকে দলের সাথে সক্রিয় ছিল না। সে বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিল। দীর্ঘ দিন থেকেই সে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিল। গত ১২ ফেব্রæয়ারী রাতে ঢাকা থেকে ধাপেরহাটের নিজ বাসায় চলে আসে।পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Share This

COMMENTS