বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বোদায় ডেভিলহান্টে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য আটক

বোদায় ডেভিলহান্টে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য আটক

বোদা, পঞ্চগড় প্রতিনিধি: বোদায় অপারেশন ডেভিল হান্টে পুলিশ অভিযান চালিয়ে ঝলইশালশিরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং এক ইউপি সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে ঝলইশালশিরী ইউনিয়নে ও বোদা উপজেলা পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ঝলইশালশিরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন ও  চন্দনবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য জাকারিয়া।

অভিযান সূত্রে জানা যায়, বোদা থানা পুলিশের একটি দল ঝলইশালশিরী ইউনিয়ের চেয়ারম্যান আবুল হোসেনের বাড়ীতে বিকাল ৫.৩০ মিনিটে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং বোদা উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে চন্দনবাড়ী ইউপি সদস্য জাকারিয়াকে আটক করে হয়।

বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, অপারেশন ডেভিট হান্টে অভিযানের মাধ্যমে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS