শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈদ ছুটির পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল 

ঈদ ছুটির পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল 

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি : ঈদুল ফিতরে সরকারি ছুটিসহ টানা ৮দিন বন্ধ থাকার পর দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরুর মধ্য দিয়ে ব্যস্ততম হয়ে উঠেছে দেশের অন্যতম এ স্থলবন্দরটি।
বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটিসহ ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার থেকে সচল হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিসহ ৮দিন বন্ধ থাকার পর শনিবার থেকে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানীকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে ৬ মে পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম সুপারেনটেনডেন্ট আব্দুর রাজ্জাক ও শহীদুল ইসলাম জানান, সরকারি ছুটিসহ ঈদুল ফিতরের এক সপ্তাহ  ছুটির পর সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম চলছে। তবে ঈদের ছুটিতে বন্দরের আমদানি-রপ্তানীর কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত ছিল।
ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ৮দিন বন্ধ থাকার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম চালু হয়েছে। তবে ছুটিতে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট চালু ছিল।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS