শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কুপিয়ে গুরুতর জখম

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কুপিয়ে গুরুতর জখম

১৫ Views

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর আহত।গত ২৪ ডিসেম্বর বিকেলে জেলার সদর উপজেলাধীন দারাখানা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত মতি লালের স্ত্রী পরসি মন্ডল (৫৫) ও ছেলে রিদয় মন্ডলকে (১৮) স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পরসি মন্ডলেকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।

এ বিষয় আহত রিদয় মন্ডল বলেন, জমি নিয়ে বিরোধের কারনে প্রতিবেশী সুনীল মন্ডল ,গৌতম  মন্ডল , পিতা ঐসিন্নি  মন্ডল হঠাৎ দেশি অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে, আমার  মা আমাকে বাচাঁতে আসলে তার উপর ও হামলা করে দেশিও অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় । আমার মা মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা উদ্ধার করে আমাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। আমার মায়ের মাথায় ৬টি সেলাই দিয়েছে ডাক্তার।

এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে আমার মায়ের অবস্থা খুবই খারাপ তাকে নিয়ে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছি। আমরা এর বিচার চাই আমরা হামলাকারীর বিরুদ্ধে মামলা করব।

এবিষয়ে অভিযুক্ত সুনিল মন্ডল কে ফোন দিলে তিনি রিসিভ করেননি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি‌ অপরদিকে এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:
মনিরুজ্জামান বলেন, এ বিষয় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This

COMMENTS