শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

মোহনপুরে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

 রতন মাস্টার মোহনপুর রাজশাহী  :  রাজশাহী মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপদের জায়গায় স্থাপিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। আজ সোমবার (২৫ জুলাই) সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ রাজশাহী এর নির্দেশ ক্রমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এই সময় কামারপাড়া বাজারের রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গায় থাকা প্রায় শতাধিক দোকানঘর উচ্ছেদ করেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিচালনা কালে রাস্তার দুই পাশে থাকা অবৈধ সকল স্হাপনা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম ও সার্ভেয়ার মিল্লাত হোসেন।

সড়ক ও জনপথের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ আসিফ এর নিকট জানতে চাইলে বলেন, সড়ক ও জনপথ বিভাগের এ উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে ধারাবাহিকভাবে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দু’পাশের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares